লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠিতজহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের নিজস্ব অর্থায়নে মেধাবি ছাত্র-ছাত্রীদের মাঝে এক কালীন শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে স্কুলের হল রুমে এই চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়াম্যান হামেদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. জহির উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান সবুজ, অভিভাবক প্রফেসর আ হ ম মোশতাকুর রহমান, এডভোকেট মো. বেলাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং জাতীয় জীবনে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করেন। তিনি বর্তমান জ্ঞান বিজ্ঞানের জগতে ছাত্র-ছাত্রীদেরকে আরও বেশি মননিবেশ করার পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে প্রায় দুই লক্ষ টাকার চেক প্রধান করা হয়। এ সময় বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here