‘লক্ষ্মীপুর ডায়েরি’ গ্রন্থের আত্মপ্রকাশস্টাফ রিপোর্টার :: উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের ইতিহাস, ঐতিহ্য, নিয়ে সানা উল্লাহ সানু সম্পাদিত ‘লক্ষ্মীপুর ডায়েরি’র গ্রন্থের আত্মপ্রকাশ ঘটেছে।

শনিবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর কাটাবনে বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম এন্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম) মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ‘লক্ষ্মীপুর ডায়েরি’র মোড়ক উম্মোচন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. এ. এস. এম মাকসুদ কামাল।

লক্ষ্মীপুরের স্থানীয় অনলাইন পত্রিকা ও বইটি প্রকাশের উদ্যোক্তা প্রতিষ্ঠান লক্ষ্মীপুরটোয়েন্টিফোর এ অনুষ্ঠানের আয়োজন করে।

লক্ষ্মীপুর জেলা সমিতির সাবেক সভাপতি ফরিদ আহমেদ ভূইঁয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গুসি আর্ন্তজাতিক শান্তি পুরস্কার বিজয়ী ও বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ’র প্রতিষ্ঠাতা এএইচএম নোমান, এনএসআইয়ের সাবেক অতিরিক্ত মহা পরিচালক শামছুল আমিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, সহকারি পুলিশ সুপার মিরাজুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ ইস্টিটিউট অব জার্নালিজম এন্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের, এনটিভির বার্তা সম্পাদক আবদুস সহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারি সহকারি প্রক্টোর ড. শামছুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রভাষক সাম্মী আক্তার সুরভী, সুপ্রীম কোর্টে আইনজীবি ড. বদরুল হাসান কঁিচ, অ্যাডভোকেট আবদুস সাত্তার পলোয়ান।

‘লক্ষ্মীপুর ডায়েরি’ গ্রন্থের আত্মপ্রকাশঅনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন বইয়ের সম্পাদনা সমন্বয়কারী ও উপকূল-সন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। গ্রন্থের বিষয়সূচি আলোকপাত করেন সম্পাদক সানা উল্লাহ সানু।

অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, হাজী সিরাজুল ইসলাম বাবুল আইয়ুব, লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবি রহমত উল্লাহ বিপ্লব, উপকূল সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, সাংবাদিক রিয়াদ, মোঃ আবদুর রব, মাওলানা আবদুল্লাহ আল ইস্রাফিল প্রমূখ।

অনুষ।ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ. এস. এম মাকসুদ কামাল বলেন, “একটি অঞ্চলকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্মীপুরের সংস্কৃতি এগিয়ে নেয়ার জন্য লক্ষ্মীপুর ডায়েরি একটি দৃষ্টান্ত মূলক উদ্যোগ। তাই লক্ষ্মীপুর ডায়েরি নামক বইকে লক্ষ্মীপুরের তথ্যের জন্য মূল বেইজ লাইন ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।”

‘লক্ষ্মীপুর ডায়েরি’ ৬২৪ পৃষ্ঠার ২৬টি অধ্যায় জুড়ে রয়েছে লক্ষ্মীপুর জেলার নানা ইতিহাস আর মৌলিক তথ্য। আছে বিষয়বস’ সম্পর্কিত ছবি এবং মানচিত্র।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here