লক্ষ্মীপুর জেলা যুবলীগের টিপু সভাপতি, নোমান সম্পাদক নির্বাচিতজহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি:: দীর্ঘ দুই যুগ পর অনুষ্ঠিত হওয়া লক্ষ্মীপুর জেলা যুবলীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হন জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্উদ্দিন টিপু। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্ধন্ধি প্রার্থী থাকায় এ পদে ভোট দেওয়া হয়। পরে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে জেলা যুবলীগের সদস্য আবদুল্যা আল নোমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বৃহস্পতিবার রাত ১০টায় লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে যুবলীগ ও আওয়ামীলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হন জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্উদ্দিন টিপু ও সাধারন সম্পাদক নির্বাচিত হন জেলা যুবলীগের সদস্য আবদুল্যা আল নোমান।

আগামী ৩ বছর জেলা যুবলীগের দায়িত্ব পালন করবেন তারা। লক্ষ্মীপুর জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাদের সমন্বয়ে ২শ’ ২৫ জন কাউন্সিলরের মধ্যে ২শ’ ২৪ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে বিকেল ৩টায় শহরের আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে লক্ষ্মীপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে অতিথিদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী জাতীয় ও দলীয় সংঙ্গীত পরিবেশন করে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন।

যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহবায়ক এ কে এম সালাহ্উদ্দিন টিপুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক হারুনুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল. লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্যা (আল-মামুন) লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব এম এ তাহের, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এহ্সানুল কবির জগলুল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন, সহ-সম্পাদক রবিউল আলম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল রিপন, বায়েজিদ ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here