লক্ষ্মীপুরে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক’ র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানজহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জনসমূহ প্রচারের লক্ষ্যে লক্ষ্মীপুর বর্ণাঢ্য র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ শাজাহান আলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্লাহ, সহকারি কমিশনার ভুমি (সদর) ফাহমিদা মোস্তফা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন হাওলাদার প্রমুখ।
উৎসবে বিভিন্ন গানে দর্শকদের মাতিয়ে তোলেন কণ্ঠ শিল্পী পরান, আঁচল ও অর্ণবসহ স্থানীয় শিল্পীবৃন্দ।

এ সময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here