লক্ষ্মীপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিতজহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, সহকারী পুলিশ সুপার সার্কেল খন্দকার গোলাম শাহনেওয়াজ, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক নজরুল ইসলাম পাটোয়ারী, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান।

আলোচনা সভা শেষে কিডনী, লিভার, প্যারালাইসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৩৭ জনকে ৫০ হাজার টাকা করে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরন করেন অতিথিবৃন্দ।

এ সময় সমাজ সেবার বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, এনজিওসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here