গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর জংশনে শুক্রবার সকালে জামাত শিবির কর্মীরা পেট্রোল বোমা হামলা চালিয়েছে।

এতে জংশনের কন্ট্রোল রুমের কম্পিউটার, টেলিফোনসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এ

সময় একজন পুলিশ সদস্য, স্টেশন মাষ্টার ও যাত্রীসহ ১০ জন আহত হয়েছেন।

স্টেশন মাষ্টার জিয়াউদ্দিন সরদার জানান, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ২০/২৫ যাত্রীবেশে জামাত শিবিরেরকর্মী এসে লাঠি নিয়ে যাত্রীদের তাড়া করে। এ সময় তারা স্টেশনের বিভন্ন রুমের গ্লাস ভাংচুর করে এবং ৪/৫টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পেট্রোল বোমায় স্টেশনের কন্ট্রোল রুমে আগুন ধরে যায়। আগুনে ওই রুমের কম্পিউটার, টেলিফোনসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভায়।

আহতদের মধ্যে শামসুন নাহার নামে এক যাত্রী মারাত্মকভাবে দগ্ধ হয়। আহতদের গাজীপুর সদর হাসপাতালে পাঠানো ভর্তি করা হয়েছে।

কাজী মোসাদ্দেক হোসেন/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here