ঢাকা: রেলযোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে রেল চলাচলের স্থগিতাদেশ তুলে নেয়ার পর থেকে রেল যোগাযোগে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এর পর থেকেই দৃশ্যত  ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়ে আসে।

শুক্রবার সকাল থেকে বিভিন্ন রেল স্টেশন থেকে যথারীতি রেল ছেড়ে যেতে দেখা যায়। তবে বৃহস্পতিবার রাতে হঠাৎ রেলযোগাযোগ স্থগিত করার বিভিন্ন স্টেশনে ঘরমুখী হাজার হাজার যাত্রী আটকা পড়ছে।

রেল চলাচলে স্থগিতাদেশ জারি করার ফলে রেলে সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। কোনো ট্রেনই নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে না। এর ফলে যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।

কমলাপুর রেলওয়ের নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান শুক্রবার সকালে

বলেন, মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহম্পতিবার রাত ১০টার কিছুক্ষণ পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্থগিত করা হয়। রাত দুইটার দিকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার রাত ১০ টা ০১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা অঞ্চলে রেলযোগাযোগ স্থগিত করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here