নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনভাতার দাবিতে হারবেস্ট রিচ (বেনেটেক্স) পোশাক কারখানায় শ্রমিক অস্তোষ দেখা দিয়েছে।

উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

শনিবার দুপুরে উপজেলার আউখাব এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানিয়েছে, আউখাব এলাকার হারবেস্ট রিচ (বেনেটেক্স) পোশাক কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকদের অক্টোবর ও নভেম্বর মাসের বকেয়া বেতনভাতা ১৯ ডিসেম্বরের মধ্যে দেওয়ার কথা ছিল। কিন্তু ২০ তারিখ পার হয়ে ২১ তারিখেও বেতন-ভাতা পরিশোধ করেনি মালিকপক্ষে।

শনিবার দুপুর ১২টার দিকে বকেয়া বেতনভাতা না পেয়ে কাজ বন্ধ করে শ্রমিকরা। এসময় তারা কারখানার ভেতরে বিড়্গোভ শুরু করে।

এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কের উভয় দিকে যানবাহন আটকা পড়ে। পরে থানা ও শিল্প পুলিশ এসে শ্রমিকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকরা অভিযোগ করে জানান, তদের দুই মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এতে করে তারা ঘরভাড়া পরিশোধ করতে পারছি না। এমনকি খেয়ে না খেয়ে কোনো রকম দিন কাটাচ্ছেন তারা।

শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল বাতেন জানান, ইতোমধ্যে মালিকপড়্গের সঙ্গে কথা হয়েছে। রোববার বেতন-ভাতা পরিশোধ করবে বলে মালিকপক্ষ আশ্বাস দিয়েছেন।

এম আর কামাল/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here