জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিপড়্গের এলোপাতাড়ী দায়ের কোপে কিরন পাঠান (২৬) নামের যুবলীগের এক কর্মী নিহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামে এঘটনা ঘটে। নিহত যুবলীগ কর্মী কিরন ওই ইউনিয়নের যুবলীগের কর্মী ও ওই গ্রামের পাঠান বাড়ীর আ’লীগ নেতা মুনছুর পাঠানের ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের পাঠান বাড়ী দুলাল পাঠান গংদের সাথে মুনছুর পাঠান গংদের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এনিয়ে মঙ্গলবার দুপুরে বাড়ীতে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বিবাধ হয়। এর জের ধরে রাতে বাড়ীর দরজার সামনে দুলাল পাঠান ও তার কয়েক জন সহযোগী যুবলীগ কর্মী কিরনকে এলোপাতাড়ী কোপাতে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here