ঢাকা : চলমান রাজনৈতিক সংকট নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিরা বৈঠক করছেন।

রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতির আবদুল হামিদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়ে শেষ হয় সাড়ে ৭টার দিকে।

ঘণ্টাব্যাপী ওই বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধি দলে ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন,  সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান, জামিলুর রেজা চৌধুরী, আইন সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, আইনজীবী শাহদীন মালিক ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসন্ন সংসদ নির্বাচন কিভাবে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যায় এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণের বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করেছেন প্রতিনিধি দল।

বৈঠক শুরু হওয়ার হওয়ার আগে সূত্রটি জানিয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে আলাপকালে প্রতিনিধি দলটি চলমান সমস্যা সমাধান ও অচলাবস্থার অবসানে তার হস্তক্ষেপ চাইবে।

প্রতিনিধি দলের কেউই বৈঠকের আগে গণমাধ্যমের সঙ্গে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here