‘রামগতি উৎসব’স্টাফ রিপোর্টার :: ঢাকায় বসবাসরত লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা বাসীদের নবগঠিত সংগঠন ‘রামগতি উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’ এর আয়োজনে আজ শুক্রবার (২১ সেপ্টেম্বর) ‘রামগতি উৎসব-২০১৮’ অনুষ্ঠিত হচ্ছে।

রাজধানীর জাহাঙ্গীর গেইটের কাছাকাছি সিভিল এভিয়েশান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দিন ব্যাপী ‘রামগতি উৎসব-২০১৮’ অনুষ্ঠিত হবে। রামগতি উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে- নোয়াখালী প্রতিদিন ও ইউনাইটেড নিউজ টুয়েন্টিফোর ডটকম।

রামগতি উৎসব অনুষ্ঠানের সমন্বয়ক মুনীর চৌধুরী শামীম জানান, উৎসবকে আকর্ষনীয় করতে সব ধরণের প্রস্তুতি শেষ হয়েছে। অনুষ্ঠানে ছোটদের খেলাধুলা, র‌্যাফেল ড্র, পুরষ্কার বিতরণ, আলোচনা সভা, বিভিন্ন ধরণের আয়োজনসহ সকালের নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। উৎসব উদযাপন আহবায়ক কমিটির সদস্যরা অনুষ্ঠানকে সফল করতে সর্বাত্বক কাজ করেছেন।
তিনি আরো জানান, অনুষ্ঠানে সকলের মতামতের ভিত্তিতে ‘রামগতি উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’ এর আহবায়ক কমিটি গঠন করা হবে।

উৎসবের আহবায়ক এ বি এম জসিম উদ্দিন জানান, দিন ব্যাপী অনুষ্ঠানটি ঢাকায় বসবাসরত রামগতি বাসীদের মিলন মেলায় পরিনত হবে। রামগতিতে জন্মগ্রহণকারী দেশ বরেন্যরাও অনুষ্ঠানে যোগ দিবেন।

অনুষ্ঠানের সদস্য সচিব এস এম শিব্বীর আহমদ জানান, অনুষ্ঠানটি রামগতিবাসীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বিনামূল্যের নির্ধারিত প্রবেশ কার্ড সংগ্রহ কারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।

‘রামগতি উৎসব’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here