রামগতিরেজাউল হক, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ছাত্রশিবির সভাপতি ওসমান গনিকে সোমবার সন্ধ্যায় উপজেলা সদর আলেকজান্ডার বাজার থেকে যুবলীগ কর্মীদের সহায়তায় গ্রেফতার করেছে রামগতি থানা পুলিশে ।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, উপজেলার আলেকজান্ডার সোনাপুর আঞ্চলিক মহাসড়ক আজাদ নগর এলাকায় (৫-২-১৫ইং রাতে) ষ্টীল ব্রীজের পাটাতন খুলিয়ে ফেলা ও একই সড়কের রামদয়াল বাজার এলাকায় (২-২-১৫ইং রাতে) হক মঞ্জিলের সামনে সিএনজিতে অগ্নিসংযোগ ও ইজিবাইক ভাংচুরের ঘটনায় অভিযুক্ত দু’টি মামলার আসামী  হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে।

রামগতি উপজেলা জামায়াত আমির মাষ্টার হাফিজ আহমেদ বলেন, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মী জড়িত নহে। তার দাবি, সরকারের দলীয় ক্যাডারেরা এসব ঘটনা ঘটাচ্ছে, আর ২০ দলীয় জোটের নেতা কর্মীদেরকে মামলায় জড়িয়ে রাজনৈতিক হয়রানির হাতিয়ার হিসাবে ব্যবহার করছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here