রেজাউল হক, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আজ সোমবার মানসম্মত শিক্ষা বিস্তারের মাধ্যমে একটি দক্ষ জনশক্তির ভিত গড়ে তোলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রামগতি উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় উপজেলার  সকল শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন, উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাগন, জনপ্রতিনিধি ও স্থানীয়  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোযার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপক কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা  আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মদ উল্যা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা বেগম, জেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষনা বিষয়ক সস্পাদক মেজবাহ উদ্দিন মেজু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান মাহমুদ ফেরদৌস, উপজেলা মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার শাজাহান কবির, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটন, আ স ম আবদুর রব সরকারি কলেজ সহকারি অধ্যাপক ছালেহ উদ্দিন, আলেক জান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক,আলেকজান্ডার পাইলট ‌উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম ফিরোজ, চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন, বিবিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন ওসমান, পূর্ব চর মেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির প্রমূখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here