রামগতিতে নবান্ন উৎসবমিসু সাহা নিক্কন :: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীরা আনুষ্ঠানিক ভাবে নবান্ন উৎসব ও শ্রী শ্রী সত্যনারায়ন সেবাশ্রমের ৫ম বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন।

১৯ নভেম্বর (রবিবার) সকালে নবান্ন উৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতা, ভাগবতীয় আলোচনা, কীর্ত্তন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে নবান্ন উৎসব পলিত হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় নবান্ন উৎসবের অধিবাস ও ঘট স্থাপন শেষে শ্রী শ্রী সত্যনারায়ন সেবাশ্রমে সত্যনারায়ন পূজা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নবান্ন অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন, সিলেট থেকে আগত শ্রীমৎ রামচন্দ্র দেবনাথ।

এসময় আরো উপস্থিত ছিলেন শ্রী শ্রী সত্যনারায়ন সেবাশ্রমের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ধর্মানুরাগী ব্যাক্তিত্ব আশিষ কুমার দাস সহ সমাজের গন্যমান্য ব্যাক্তি বর্গ প্রমুখ।

উৎসব আয়োজকরা জানান, নবান্ন উৎসবে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী রাম ঠাকুরের অনুগত ভক্তবৃন্দরা এবছরেও মহোৎসবের আয়োজন করা হয়েছে। এবার মহোৎসবে সাড়ে চার হাজার ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়।

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে বিভিন্ন স্থান থেকে আগত আমন্ত্রিত ভক্তের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে উক্ত নবান্ন উৎসব শেষ হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here