‘রানা প্লাজা’য় নিষেধাজ্ঞাস্টাপ রিপোর্টার :: সাভারের রানা প্লাজা ধসের ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’র প্রদর্শনী ও সম্প্রচারে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এমনকি ওই সময়ের জন্য সেন্সর বোর্ডের দেয়া সনদের কার্যকারিতার স্থগিতেরও আদেশ দেয়া হয়েছে।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেয়।

শামীম আক্তার প্রযোজিত ও নজরুল ইসলাম খান পরিচালিত চলচ্চিত্রটি আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল।

পরিচালক নজরুল ইসলাম খান বিবিসিকে জানান, সাভারের রানা প্লাজা ধ্বস এবং ১৭ দিন ধরে ধ্বংসস্তুপের নীচে আটকে পড়া পোশাক শ্রমিক রেশমাকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে একটি বাণিজ্যিক ধারার প্রেমের সিনেমা ছিল এটি।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দীর্ঘদিন ধরে ছাড়পত্র দেয়নি এবং এজন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক। আদালতের এক রায়ের প্রেক্ষাপটে তিনি সেন্সর ছাড়পত্র পান।

কিন্তু আজ অন্য একটি রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিনেমাটি মুক্তিতে ছয় মাসের নিষেধাজ্ঞা দিল।

২০১৩ সালের এপ্রিল মাসে সাভারের রানা প্লাজা ভবন ধ্বসে এক হাজারের বেশি মানুষ মারা যায় যাদের অধিকাংশই ছিল পোশাক শ্রমিক।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here