বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির ডাকা ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে উত্তরাঞ্চল।

৮ দফা দাবী আদায়ে বুধবার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় এই পরিবহন ধর্মঘটের কারনে বগুড়ার উপর দিয়ে কোন রুটেই বাস, মিনিবাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিকসাসহ কোন মোটরযান চলাচল করছে না। ফলে রাজশাহী বিভাগের ৮ জেলাসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় এর প্রভাব পড়েছে।  সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকায় ব্যবসায়ি থেকে থেকে শুরু করে সাধারণ মানুষ চরম ভোগান্তির সম্মুখিন হচ্ছে।

ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সহ সাধারন সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল জানান, ধর্মঘট অব্যাহত রয়েছে। কোন গাড়ী চলাচল করছে না। কোন অপ্রীতকর ঘটনা ঘটেনি। তিনি আরো জানান, আমাদের দাবি দাওয়া নিয়ে ফেডারেশনের কেন্দ্রীয় নেতাদের সাথে সরকার পক্ষের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা রয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানসেন আলম/বগুড়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here