শনিবার গভীর রাতে মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম ইউনাইটেডনিউজকে বলেন, রাজধানীতে রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত যে হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো, তা ১২ ঘণ্টা কমানো হয়েছে। এখন রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা অর্থাৎ সকাল-সন্ধ্যা হরতাল হবে।

সাদেক হোসেন খোকাসহ জ্যেষ্ঠ নেতাদের মুক্তি দাবিতে শুক্রবার রাজধানীতে এই ২৪ ঘণ্টা হরতালের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি।

কর্মসূচি কমানোর কারণ জানতে চাওয়া হলে আবদুস সালাম বলেন, দলের সিদ্ধান্তে এই সময়সীমা কমানো হয়েছে।

এর আগে শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ-তারানকো।

অবশ্য ওই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানায়নি বিএনপি।

নির্বাচনকে ঘিরে রাজপথে সংঘাত-সহিংসতার মধ্যে ফার্নান্দেজ-তারানকোর এই সফরকে দেখা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যস্ততার শেষ উদ্যোগ হিসেবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here