রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়েমো: সুজন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:: অসম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশ উল্লেখ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী ৪১ সালে যেই উন্নত বাংলাদেশে দেবো, সেই বাংলাদেশের নেতৃত্ব দেবে আজকের এই প্রজন্ম। আমরা বিদায় নেবো, এরাই নেতৃত্ব দেবে। উন্নয়নের রোড মেডেলের নাম বাংলাদেশ। আমাদের দেশের জনগণ শত উস্কানিতেও তারা শান্তির কথা বলে, তারা প্রগতির কথা ভুলেনি, তারা দেশপ্রেমের কথা ভুলেনি, তারা ইসলামের কথা ভুলেনি। তারা যে যার ধর্মের কথা বলে যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণদানকালে এইসব কথা বলেন।

শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সভাপতি আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, প্রাক্তন সচিব রেজাউল কবীর, লতব্দী ইউপি চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক।

এছাড়া উপস্থিত ছিলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যালয়ের সকল প্রাক্তন শির্ক্ষাথীবৃন্দ।

বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রী ও প্রবীণ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান শেষে অনুষ্ঠানকে আরো সাফল্য মন্ডিত ও আনন্দদায়ক করতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here