বরকলের পাচঁজেলে উদ্ধার এর দাবিতে  বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন ও বাঙ্গালী ছাত্র পরিষদ। এই দুই সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পাচঁ জেলে উদ্ধার ও আটক ১৬ নিরীহ গ্রামবাসীর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় মঙ্গলবার। ২৪ গন্টার আল্টিমেটাম শেষ হওয়ার প্রেক্ষাপটে আজ এ হরতারের ডাক দিয়েছে তারা।

মঙ্গলবার দুপুরে শহরের বনরূপাস্থ কাঠ ব্যবসায়ি সমবায় সমিতির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচীর ঘোষনা দেয়। এসময় সমঅধিকার আন্দোলন এর জেলা আহ্বায়ক পেয়ার আহমদ খান, বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি মোঃ আবদুল মান্নান রানা, বরকল ৪নং ভুষণছড়া ইউপি সদস্য দুলাল আহমদ,বাঙ্গালি ছাত্র পরিষদ বরকল উপজেলা শাখা সভাপতি আবদুল জলির, সমঅধিকার আন্দোলন বরকল শাখা সভাপতি মোঃ মুকিম হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে গত ১ জানুয়ারী রবিবার ৫ জেলে উদ্ধারের দাবিতে রাঙ্গামাটি শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বরকলে ফেরার সময় ফিসারী ঘাট এলাকা থেকে তাদের ১৬ নেতাকর্মীকে পুলিশ আটক করে। নেতৃবৃন্দরা তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং সেই সাথে অপহৃত ৫ জেলেকে আগামী ২৪ ঘন্টার (বুধবার) মধ্যে উদ্ধার করা না হলে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচী পালন করবে বলে জানান।

বুধবার বিকালে সমঅধিকার আন্দোলন এর জেলা আহ্বায়ক পেয়ার আহমদ খান জানিয়েছেন, যেহেতু প্রশাসনকে আমরা একটি সময় দিয়েছিলাম তাতে আমরা কোন আশ্বাষ পাইনি তাই আমরা আমাদের পূর্বঘোষিত হরতাল কর্মসূচী পালন করবো।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ২০১১ইং রাতে রাঙ্গামাটি বরকল উপজেলার বড়হরিনা নামক এলাকায় বাঙ্গালি ৫ জেলে মাছ শিকারে যায় এসময় সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদের অপহরন করে। দীর্ঘ ৩২ দিন পার হলেও প্রশাসন তাদের উদ্ধার করতে পারেনি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আলমগীর মানিক/রাঙ্গামাটি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here