বঙ্গবন্ধুর সেই কোটটি“৬টি বোতাম ও ৬ দফা”

-রহিমা আক্তার মৌ

 

সাদা পাঞ্জাবী আর পাজামার উপরেই পরিধান
৬ বোতামের প্রতিটিই তখন ৬ দফা আন্দোলন,
হাইনেক আর নিচে দুই পকেটের হাতাবিহীন কালো কোট
পোশাকের আভিজাত্যই অধিকারের স্লোগান।

তুমিই সবার প্রিয় মুখ! সাফল্যের আনন্দলোক
তোমার আদর্শ আজও বয়ে বেড়ায় মুজিব কোট।
দিয়েছো অহংকারের পোশাকে
বাঙ্গালীর ঐতিহ্য, সংস্কৃত আর কৃষ্টি
জানার কৌতূহলে এ যেনো তোমারই সৃষ্টি।

ইতিহাস সাক্ষ্য বঙ্গবন্ধুর সেই কোটটি
অজানা কি থেকেই যায়
জহরলাল নেহেরুর জ্যাকেটের মনোগ্রামের অংশটি
সুভাষ বসুর আজাদ- হিন্দ ফৌজের টুপির ঐতিহ্যটি।

বঙ্গবন্ধুগান্ধীর খাদি পরিধানে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন
৬ বোতামের মুজিব কোট বাংলাদেশের বীজ বপন
সততা আর সাহস দিয়ে কোটি মানুষকে করেছিলে জাগ্রত
বজ্রকন্ঠ শুনে অবাধ্যরা পিছিয়েছে ছিলো ততো।

তরুণ প্রজন্ম আজও তোমার চেতনায় লালন করে
সেই ৬ দফা আন্দোলনের ৬ বোতামের মুজিবকোট
রাজনীতির সাইনবোর্ড বানিয়ে অঙ্গে ঝুলায় যারা
কয়দিন পরে দেখো ডাস্টবিনে পড়ে আছে তারা।
গণতন্ত্র তাদের হাতেই বারবার হয়েছে লুট
তাদের হাতেই নিগৃহীত হয়েছে ভোট।

সিংহের গর্জনে মঞ্চে কাঁপিয়ে যখন বলতে
স্লোগানে মুখরিত বীর বাঙ্গালীদের নিয়ে
ভিনদেশীদের বিরুদ্ধে সাথে লড়তে
বলতে পারো আজও স্বাধীন দেশে বসবাস করে
কেনও আমার সময় কাটে মুক্তির প্রহর গুনতে।

ভিনদেশী হায়েনাদের মুখোশে দেশী শয়তানরা
এখনও চলছে ষড়যন্ত্র ,
বড় অসময়ে চলে যেতে বাধ্য হলেও
আমাদের জন্য রেখে গেলে মুক্তির মন্ত্র।
মনে রেখো
তোমার শূন্যতাকে আজও বীর বাঙ্গালী হৃদয়ে লালন করে
তোমার অমর কবিতা শুনে
দেশরক্ষায় দেশপ্রেমিকেরা আবার ঝাঁপিয়ে পড়ে।

 

লেখক: সাহিত্যিক, সাংবাদিক ও কলামিস্ট, ইমেইল: somsrahima@yahoo.com

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here