ঢাকা: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের বাসায় গেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ও শেখ হাসিনার পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী।

শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে তাদের রওশনের গুলশানের বাসায় ঢুকতে দেখা গেছে।

এ বাসায় বিকেল থেকেই জাপার কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করছেন রওশন।

সে বৈঠকে উপস্থিত আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী জাপা প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু, আবু হোসেন বাবলা, গোলাম হাবীব দোলন এবং দপ্তর সম্পাদক এবিএম তাজুল ইসলাম। পরে এসে যোগ দিয়েছেন প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে রওশনের সঙ্গে গণভবনে যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলুসহ আরো কয়েকজন।

এরপর থেকেই গুঞ্জন ওঠে রওশনের নেতৃত্বে জাপার একটি অংশ শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচনে অংশ নিচ্ছে। রওশন জাপার চেয়ারম্যান হতে যাচ্ছে এমন কথাও শোনা যাচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here