জহুরুল ইসলাম জহির, রংপুর

বাংলাদেশ চেম্বার অব বমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি এ.কে. আজাদ বলেছেন, রংপুর অঞ্চলের ব্যবসায়ীদের ব্যাংক সুদের বৈষম্যও দুর করা হবে। আগামী বাজেটে রংপুর অঞ্চলের জন্য ভ্যাট সমস্যার সমাধান করা হবে। বানিজ্যিক ব্যাংকগুলোকে ১৫ শতাংশ সুদ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোন ব্যাংক এর চেয়ে বেশী সুদ নেয় তাহলে সেই ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস’া গ্রহন করা হবে।

তিনি শনিবার সকালে আরসিসিআই উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি’র উদ্যোগে এফবিসিসিআই প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সহ কর্মকর্তাদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি’র সভাপতি মোছাদ্দেক হোসেন বাবল’ুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই ১ নং সহ সভাপতি জসীম উদ্দিন, সহ সভাপতি মোস-ফা আজাদ চৌধুরী বাবু, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরসিসিআই উচ্চ বিদ্যালয় ও কলেজ’র অধ্যক্ষ হাসিনুর রহমান, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি’র সিনিয়র সহ সভাপতি মোস-ফা সোহরাব চৌধুরী টিটু, জেলা ফার্টিলাইজার এসোসিয়েশন’র সভাপতি আবুল কাশেম, রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক রেজাউল ইসরাম মিলন, রংপুর জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক সোহেল প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে এফবিসিসিআই পরিচালক আব্দুস শহীদ, সিরাজুল হক, জালাল উদ্দিন ইয়ামিন, মিসেস মনোয়ারা হাকিম আলী, নাগিবুল ইসলাম দীপু, কাজী মফিজুল ইসলাম, হাশেম আলী, খন্দকার রুহুল আমিন, এ কে এম আখতারুজ্জামান, এম এ মোমেন, কুড়িগ্রাম চেম্বারের সভাপতি, বগুড়া চেম্বার সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জামালপুর চেম্বার সভাপতি রেজানুর রহমান, নীলফামারী চেম্বারের সভাপতি সহ এফবিসিসিআই ও রংপুর চেম্বারে অন্যান্য কর্মকর্তারা উপসি’ত ছিলেন।

পরে তিনি সন্ধ্যায় রংপুরের উন্নয়ন ও সমস্যা সমাধানে প্রতিবন্ধকতা বিষয়ে এক সেমিনারে যোগদান করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here