রংপুর: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মুক্তির দাবিতে তার নিজ জেলা রংপুরে ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন চলছে।

রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি টানা ৪৮ ঘণ্টার এ হরতাল আহ্বান করে।

হরতালের সমর্থনে ভোর থেকে নগরীর বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীরা পিকেটিং অব্যাহত রেখেছে। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন দিয়েছে বলে জানা গেছে।

এদিকে হরতালে সকল ব্যবসা প্রতিষ্ঠান দোকান-পাট, হোটেল এমনকি ছোট ছোট দোকান পর্যন্ত বন্ধ রয়েছে। কোনো প্রকার যান চলাচল করছে না। নগর জুড়ে পুলিশি প্রহরা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার  খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে এবং এরশাদের মুক্তির দাবিতে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি বুধবার ও বৃহস্পতিবার রংপুর জেলায় ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here