যৌনসঙ্গমেও ছড়িয়ে পড়ছে জিকা ভাইরাসষ্টাফ রিপোর্টার :: কীভাবে এক দেহ থেকে অন্যদেহে ছড়িয়ে পড়ছে জিকা ভাইরাস? মূলত মশার মাধ্যমেই ছড়িয়ে পড়ছে জিকা ভাইরস। এতদিন পর্যন্ত যৌনসঙ্গমে জিকা ভাইরাসে সংক্রামিত হওয়ার কোনও ঘটনাই সামনে আসেনি।

তবে, এই প্রথম যৌনসঙ্গমেও জিকা ভাইরসে সংক্রামিত হওয়ার ঘটনা সামনে এল। লাতিন আমেরিকা ফেরত সঙ্গীর সঙ্গে যৌনসঙ্গম করার পর জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন টেক্সাসের এক নাগরিক।

তবে টেক্সাসের ওই ব্যক্তি সম্পর্কে কোনওরকম তথ্য এখনও পর্যন্ত দেয়নি স্বাস্থ্য আধিকারিকরা। সাধারণত মশাই হল জিকা ভাইরসের বাহক।

প্রথমবার এমনটা ঘটল, যৌনসঙ্গমেও এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে পড়ছে জিকা ভাইরাস। এখনই একেবারে পাকাপাকি ভাবে বিজ্ঞপ্তি জারি না করলেও এবিষয়ে গবেষণা করছেন স্বাস্থ্য আধিকারিকরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here