ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের অধ্যক্ষসহ তিন শিক্ষককে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকরা। তারা বলেন, কলেজের নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আসন্ন ২০১২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় ওই কলেজের চার ছাত্র মোবাইল ফোনে বিভিন্ন ভূয়া পরিচয়ে বিভিন্ন সময় তাদের প্রাণনাশের হুমকিসহ জঘন্ন ভাষায় গালি দিয়ে আসছে। গত শনিবার কেবি কলেজের শিক্ষক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ওই কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ভাস্কর সেনগুপ্ত ওই অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন, গত ৮ ডিসেম্বর কলেজের নির্বাচনী পরীক্ষার ফলাফল দেয়া হয়। এতে ১৫ শিক্ষার্থী কমপক্ষে তিনটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় নিয়ম অনুযায়ী তাদেরকে আসন্ন ২০১২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না। এদের মধ্যে চার ছাত্র ফলাফল প্রকাশের পর থেকেই বিভিন্ন সময় মোবাইল ফোনে (০১৬৮০৩৭৪৭১৯, ০১৭৬৪২৬৩২০৫) বিভিন্ন নেতার ভূয়া পরিচয় দিয়ে কলেজ অধ্যক্ষ ড. আতাউর রহমান, শিক্ষক ভাস্কর সেনগুপ্ত ও আবু রায়হানকে প্রাণনাশের হুমকিসহ অশোভন ভাষায় গালি দিয়ে আসছে। এছাড়া ওই শিক্ষার্থীরা কলেজের শিক্ষক ছাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, বিএম আবদুল্লাহসহ অনেক শিক্ষককে রাস্তাঘাটে কটুক্তি করে আসছে। হুমকি প্রদর্শনকারী ছাত্ররা হচ্ছে বলাশপুরের চাঁন মিয়ার ছেলে জহিরুল ইসলাম, চরপারার আব্দুল গফুর মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন, এসকে হাসপাতাল নার্সেস কোয়াটারের রফিকুল ইসলামের ছেলে আহসান হাবীব উজ্জল, ঈশ্বরগঞ্জের জালাল উদ্দিনের ছেলে আখতার হোসেন। লিখিত বক্তব্যে তিনি অভিযুক্ত ছাত্রদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ড. আতাউর রহমান এবং ভুক্তভোগী শিক্ষকরা ছাড়াও আরো উপস্থিত ছিলেন ওই কলেজের শিক্ষক সাখাওয়াত হোসেন, হাবিব উল্লাহ, জান্নাতুল ফেরদৌস, নাজিম উদ্দিন, রেহানা খাতুন, আব্দুস সামাদ প্রমুখ।

ইউন্ইটেড নিউজ ২৪ ডট কম/অমিত মালাকার/বাকৃবি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here