ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সিএনজি অটোরিকশাও ছিনতাই করত।

120632arrested-in-handcuffsআটককরা হলো- চক্রের হোতা আক্তার (৫০), দলের সদস্য ইমদাদ সরদার (৩৫), শানু (৪৪), আব্দুল কুদ্দুস খালাসী (৪০) এবং ইয়াকুব হাওলাদার (৪০)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলিসহ চারটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে র‌্যার-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ একথা জানান।

তিনি জানান, শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুরের বসিলা সিটি গার্ডেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও সিএনজিসহ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।

র‌্যাব কর্মকর্তা বলেন, মো. আক্তার আরো জানিয়েছে যে, তারা এ পর্যন্ত দেশের সাতটি স্থানে ডাকাতি ও ৩০টি সিএনজি অটোরিকশা ছিনতাই করেছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, হাজারীবাগ থানার শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালের পেছনে অবস্থিত একটি নির্জন জায়গা থেকে চারটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here