‘মোরেলগঞ্জে জোপূর্বক দখল করে নিল বসতবাড়ি বাবাকেও খুঁজে পাচ্ছিনা ৩ দিন’মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, মোরেলগঞ্জ প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের নির্দেশে কাগজপত্রসহ আমার বাবা থানায় গেলে আর ফিরে আসেননি। এই সুযোগে ১০/১২জনের একটি দল লাঠিসোটা নিয়ে বাড়িতে ঢুকে গোসলখানা ভেঙ্গে ফেলে। ১ ঘন্টার মধ্যে একটি পুকুরসহ বাড়ির বেশ কিছু অংশ কাটা তারের বেড়া দিয়ে দখল করে নেয়। ৩ দিন পার হয়ে গেলেও থানা থেকে আমার বাবা আর ফিরে আসেননি। তার মোবাইলও বন্ধ। কোন সন্ধান পাচ্ছিনা।

শনিবার সকালে সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগে কথাগুলো বলেছেন, উপজেলার পল্লীমঙ্গল গ্রামের কৃষক জাহিদ তালুকদারের মেয়ে রেশমী আক্তার।

রেশমীর অভিযোগ, তার পিতার বসতবাড়ির মধ্য হতে বড় চাচা আব্দুল হালিম তালুকদার বৃহস্পতিবার দুপুরে জোরপূর্বক .১৫ শতক জমি দখল করে নিয়েছেন। এই দখল প্রক্রিয়ার সাথে থানা পুলিশেরও হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। বাড়ি দখল হওয়ার পূর্বে পুলিশের লোকজন জাহিদ তালুকদারকে থানায় ডেকে বৈঠকে বসে। বৈঠক থেকে জাহিদ আর বাড়ি ফেরেননি। বড় ভাই হালিম তালুকদার ফিরে গিয়ে লোকজন নিয়ে বাড়িটি দখল করেন।

এই ঘটনার পর থেকে জাহিদ তালুকদারের মোবাইল ফোনটিও বন্ধ(০১৭৩৮-৪০৭০২৫)। ভয়ে তিনি কোথাও আত্মগোপনে থাকতে পারেন অথবা তাকে ভয় দেখিয়ে কোথাও আটক করে রাখা হয়ে থাকতে পারে বলেও রেশমী অভিযোগ করেন।

এ সম্পর্কে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, বিষয়টি নিয়ে এএসআই শরিফুলের উপস্থিতিতে থানায় একটি বৈঠক হয়েছে। তবে কেউ বাড়ি দখল করেছে কিনা তা জানা নেই। কোন অভিযোগও পাইনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here