‘মৈত্রী সেতু দু’দেশের অর্থনৈতিক প্রাঁণ চাঞ্চল ফিরেয়ে আনবে’আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খান বলেছেন, রামগড়ের স্থল বন্দরের মৈত্রী সেতু দু’দেশের সম্পর্ককে আরো মজবুত ও নতুন সেতু বন্ধন তৈরী করবে। সে সাথে দু’দেশের অর্থনৈতিক প্রাঁণ চাঞ্চল ফিরেয়ে আনবে।

শনিবার সকালে রামগড়ের নির্মানাধীন স্থল বন্দরের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, মৈত্রী সেতুর কাজ শেষ হয়ে বন্দর কার্যক্রম শুরু হলে পার্বত্য জেলার মানুষের ভাগ্য উন্নয়ন হবে। চাকরী,ব্যবসাসহ সামগ্রীক দিকে উপক্রীত হবে এ জেলার মানুষ। তাই সকলের সহযোগিতা নিয়ে তিনি মৈত্রীর বন্ধন সৃষ্টিতে কাজ করার আহবান জানান।

এ সময় ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান, স্থল বন্দরের চেয়ারম্যানসহ প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে তিনি, আওয়ামীলীগ আয়োজিত সমাবেশ ও তৃতীয় সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার অডিশন রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here