লিওনেল মেসি জাদু আর সুয়ারেজের জোড়া গোলে লা লিগায় বছরের শেষ ম্যাচে সহজ জয় পেয়েছে বার্সেলোনা।

রবিবার রাতে এসপানিওলকে ৪-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে লুইস এনরিকের শিষ্যরা।

১৬ ম্যাচে দলটির পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলা জিনেদিন জিদানের দলের পয়েন্ট ৩৭।
বার্সেলোনা অষ্টদশ মিনিটে প্রতি-আক্রমণ থেকে জাল খুঁজে নেন সুয়ারেজ। ৬৭তম মিনিটে চারজনকে কাটানো মেসির অবিশ্বাস্য কারিকুরির পর সময়ের অন্যতম সেরা ফুটবলারের শট কোনোমতে ঠেকান এসপানিওলের বদলি গোলরক্ষক। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সুয়ারেজ। ছুটে এসে পা বাঁয়ের শটে ব্যবধান বাড়ান তিনি।

৬৯তম মিনিটে আবার মেসির জাদুকরী ফুটবল। এবার অবশ্য শেষ মুহূর্ত নিয়ন্ত্রণ হারালেও বল পাঠান জর্দি আলবার কাছে। স্প্যানিশ ডিফেন্ডারের জোরালো শটে স্কোর লাইন হয়ে যায় ৩-০। তবে ৭৯তম মিনিটে গোল করে ব্যবধান কমান দাভিদ লোপেস।

৯০তম মিনিটে সতীর্থের কাছ থেকে বল ফিরে পেয়ে গোলরক্ষকের দুই পায়ের মাঝ দিয়ে লিগে বল জালে পাঠান মেসি।

১২টি করে গোল করে লিগে যৌথভাবে সর্বোচ্চ গোল এখন মেসি ও সুয়ারেসের।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here