স্পোর্টস ডেস্ক]ইউনাইটেড নিউজ ২৪.কম

mustafiz20160314110442ঢাকা: অভিষেকের এক বছরের মধ্যেই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত বোলারের নাম মুস্তাফিজুর রহমান। টাইগার এই বাঁহাতি পেসার নিজেকে তুলে নিয়েছেন টি-টোয়েন্টির সেরা ক্রিকেটার হিসেবে।

কাটার মাস্টার খ্যাত এই পেসার অভিষেকের এক বছরের মধ্যেই নিজের প্রতিভার জোরে কুড়িয়েছেন বিশ্বের ক্রিকেট-কিংবদন্তিদের প্রশংসা। যাকে ছাড়া টি-টোয়েন্টির বিশ্বসেরা একাদশ সাজানো কষ্টকর। অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের সাজানো বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশে অনুমিতভাবেই জায়গা দখল করেছেন মুস্তাফিজ।

স্লো অফকাটার, ফাস্ট অফকাটার, বাউন্সার, স্লো বাউন্সার, স্লো ইয়র্কার, ফাস্ট ইয়র্কার এমন সব অস্ত্র যার দখলে সেই মুস্তাফিজকে বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশে না রেখে পারেননি অজি সাবেক তারকা ওয়ার্ন।

বিশ্বের ‘মোস্ট ওয়ানটেড’ ক্রিকেটারে পরিণত হওয়া মুস্তাফিজের সঙ্গে একই একাদশে ওয়ার্ন রেখেছেন টি-টোয়েন্টির বিজ্ঞাপন ভারতীয় সেনসেশন বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকান মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স আর ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকেও।

এছাড়াও ওয়ার্নের সেরা একাদশে রয়েছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, মিচেল স্টার্ক, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইন, ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারকে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here