মুক্তিযোদ্ধাকে গালি দেয়ায় শরীয়তপুরে এমপি’র বিরুদ্ধে মানববন্ধনখোরশেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি:: শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি’র বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী ও স্বরকলিপি প্রদান করা হয়েছে।

জাজিরা উপজেলায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন খানকে গালিগালাজ ও লাঞ্ছিত করার প্রতিবাদ ও বিচার দাবীতে বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেছে জেলা মুক্তিযোদ্ধাদের একাংশ।

মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি। আর এই মুক্তিযোদ্ধাকে এমপি বিএম মোজাম্মেল হক অকথ্য ভাষায় গালিগালাজ করেছে । তাকে অপমান করে দেশের সকল মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্ত করেছে। আমরা বিএম মোজাম্মেল হক এর বিচার চাই।

বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, সম্প্রতি জাজিরা উপজেলা এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে স্মরণ করিয়ে দিতে চেয়েছিলাম ‘মুলনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রাজাকার পূত্র রেজাউল করিম সেলিম সিকদারকে নৌকা প্রতিক দেয়ায় নৌকার ভরাডুবি হয়েছে। আর এ নিয়ে জনমনে ক্ষোভ প্রকাশ পেয়েছে।’ এ কথায় বি এম মোজাম্মেল হক প্রচন্ড ক্ষেপে যায়। এক পর্যায়ে বি এম মোজাম্মেল হক আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগন অংশ নেয়। এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন কে গালিগালাজ ও লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর নিকট বিচারের দাবী জানান। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের নিকট এক স্বারকলিপি দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ রব মুন্সি, আঃ জলিল হাওলাদার, বীরমুক্তি যোদ্ধা মোঃ হেলাল উদ্দিন, আবুল কালাম সরদার, আবুল কাসেম মিয়া, আদিল উদ্দিন আবুল হোসেন খান, আবুল হাসেম দপ্তরী, শেখ মোঃ সোলায়মান, আঃ মালেক ফকির, সামসুদ্দিন বেপারী, আঃ রাজ্জাক মাষ্টার, মোতাহার দেওয়ান, আঃ মান্নান কোটারী, সিরাজুল ইসলাম খান, হাবিবুর রহমান মাদবর, মোঃ মজিবুর রহমান, আঃ হালিম চৌকিদার, হেলাল উদ্দিন হাওলাদার, আলিম উদ্দিন শেখ, সামসুল হক চৌধুরী,আওয়ামীলীগের উপকমিটির সহ সম্পাদক মানিক ব্যানাজী, শরীয়তপুর পৌসভার প্যানেল মেয়র বাচ্চ’ বেপারী, বিল্লাল হোসেন দিপু, সেস্বাসেবকলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম সরকার, ছাত্রলীগের জামাল ফকির, সুমন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তাফা, রুবেল খান, আবু আলম শিকদার,হোসেন সরদার,ডাবলু তালুকদার,পাভেল মুন্সি প্রমুখ।

মানববন্ধন থেকে বীর মুক্তিযোদ্ধা আঃ রব মুন্সি বলেন, এমপি বিএম মোজাম্মেল হক অকথ্য ভাষায় এক মুক্তিযোদ্ধাকে গালিগালাজ করেছে। এ এমপি আওয়ামীলীগকে কখনো সাহাস্য সহযোগিতা করেনি। তিনি জামাত ও বিএনপিকে সাহাস্য সহযোগীতা করে। গত ৯ বছরের শরীয়তপুরে তেমন কোন উন্নয়ন করেনি তিনি।সে ব্যক্তিগত ভাবে লাভের পিছনে ঘুরেছেন। তিনি যা করেছেন তাতে সমগ্র মুক্তিযোদ্ধারা অপমানিত হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here