সেন্টমার্টিনের অদূরে মিয়ানমারের ২৩ নাগরিককে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার রাত ১০টায় অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, রাত ১০টায় অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে মিয়ানমারের নাগরিকরা বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড তাদের আটক করে।

আটককৃতরা জানান,  একশ্রেণীর দালাল তাদেরকে ফুঁসলিয়ে নিরাপদে কম খরচে সাগর পথে মালেশিয়া পৌঁছে দেয়া কথা বলে ট্রলারে করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেয়।

সমপ্রতি সেন্টমার্টিনের অদূরে ১২০ মালয়েশিয়াগামী যাত্রীসহ একটি  ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যায়। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১১ জন। এরপর থেকে অবৈধপথে মালয়েশিয়া গমন প্রতিরোধ করতে সীমান্তে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তৎপর।

টেকনাফ সীমান্তে টহলরত বিজিবি ও কোস্টগাডের্র কর্মকর্তা জানান, সীমান্তে কঠোর নজরদারী ও টহল অব্যাহত থাকলেও জনসচেতনতার অভাবে পাচার থামানো যাচ্ছে না।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কামাল আজাদ/কক্সবাজার

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here