মিশরে ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের বিরুদ্ধে বিক্ষোভে কমপক্ষে সাত জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

কায়রোর কেন্দ্রস্থল তাহরীর স্কয়ারে নিরাপত্তা কর্মীরা তাদের কে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে এই সংঘর্ষ হয়।

ছত্রভঙ্গ করার এক ঘণ্টা পর আবার হাজার হাজার বিক্ষোভকারী তাহরীর স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ ।

বিক্ষোভকারীরা শুক্রবার রাত থেকে এই চত্বর দখল করে নেয়৻ খবর : বিবিসি

তারপর থেকে কয়েকশ বিক্ষোভকারী রাতভর এই চত্বরে অস্থায়ী ক্যাম্প বসিয়ে অবস্থান করছে৻

বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের দিকে অগ্রসর হতে চেষ্টা করলে পুলিশ দফায় দফায় কাঁদানে গ্যাস ছুড়েছে৻

বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতেও আগুন দিয়েছে৻

সেখানকার একজন বিক্ষোভকারী বলছিলেন এটা কোনও দাঙ্গা নয় এটা একটা বিপ্লব।

আমরা আত্মরক্ষা করছি, আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা করছি।

আমরা কোনও সামরিক সরকার চাই না।

তারা আমাদের বিপ্লবকে চুরি করার চেষ্টা করছে।

এই বিক্ষোভ এখন আর শুধু রাজধানীর ভেতরেই সীমিত নেই৻

বিক্ষোভ হচ্ছে আলেকজান্দ্রিয়া, সুয়েজ এবং আসওয়ান শহরেও৻

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে অনন্ত নয়শ মানুষ আহত হয়েছে এবং এর মধ্যে ৪০ জন নিরাপত্তা কর্মী রয়েছে।

আহতদের চিকিৎসা দেওয়ার জন্যে তাহরীর স্কয়ারে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র বা ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে৻

প্রেসিডেন্ট হোসনি মুবারককে ক্ষমতা থেকে উৎখাত করার পর অন্তর্বর্তী একটি সামরিক পরিষদ মিশরে সরকার পরিচালনা করছে৻

সামরিক এই পরিষদের বিরুদ্ধেই এবার বিক্ষোভ শুরু হয়েছে৻

বিক্ষোভকারীরা দাবী করছে, বেসামরিক সরকারের কাছে এই ক্ষমতা হস্তান্তর করতে হবে৻

মিশরের অস্থায়ী এই পরিষদ সংবিধানের খসড়া তৈরির জন্যেও কাজ করছে৻

বিক্ষোভকারীদের উদ্বেগ আর আশঙ্কা হলো যে, তাদের হাতে এই খসড়া তৈরি হলে সামরিক বাহিনীর হাতে অনেক বেশি ক্ষমতা চলে যেতে পারে৻

প্রধানমন্ত্রী এসাম শরাফ বিক্ষোভকারীদেরকে তাহরির স্কয়ার ছেড়ে যাওয়ার আহবান জানিয়েছেন৻

মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বিবৃতি প্রচার করা হয়েছে৻

বিবৃতিতে বলা হয়, তাহরির স্কয়ারে যা হচ্ছে সেটা খুবই বিপদজনক৻

মিশর এবং যে বিপ্লবের মাধ্যমে হোসনি মুবাররককে ক্ষমতা থেকে সরানো হয়েছে, এই বিক্ষোভ তাকে হুমকির মুখেও ছুঁড়ে দিতে পারে৻

বিবৃতিতে প্রধানমন্ত্রী বলছেন, সংবিধানে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার দেওয়া হয়েছে তবে বিক্ষোভকারীদেরকে দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে৻

বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন যে, তাদের দেশ এবং সেই বিপ্লবের স্বার্থে চিন্তাভাবনা করেই তাদেরকে অগ্রসর হতে হবে৻

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here