Mina-Trajedi-lg2সৌদি আরবের মিনায় শয়তানকে প্রতীকি পাথর মারার সময় পদদলিত হয়ে নিহতদের মধ্যে মধ্যে ১৮ জন ভারতীয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো আট শতাধিক হাজি। এর আগে ২০০৬ সালে মিনায় কঙ্কর নিক্ষেপের সময় পদদলিতের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৩৬৪ জন। এদের ৫১ জনই ছিলেন ভারতীয় হাজি।

ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বিকাশ স্বরূপের বরাত দিয়ে সংস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

বৃহস্পতিবার মিনায় শয়তানকে পাথর মারার সময় পাঁচ তলা জামারাত ব্রিজের বাইরে ওই পদদলিতের ঘটনাটি ঘটে। গত কয়েক বছর আগে হাজিদের নিরাপত্তার জন্য ১শ কোটি ডলার ব্যায়ে ওই ব্রিজটি নির্মান করেছিল সৌদি সরকার।

চলতি হজ মৌসুমে এই সেপ্টেম্বর মাসেই গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুটি দুর্ঘটনা হলো মক্কায়।  এর আগে চলতি মাসের শুরুর দিকে পবিত্র মসজিদুল হারামে সংস্কারকাজে নিয়োজিত একটি ক্রেন দুর্ঘটনায় ১০৯ জন নিহত হয়।

এছাড়া আহত হয় আরো অন্তত ৩৩১ হাজি। সেসময় নিহত হাজিদের পরিবারকে দুই কোটি আট লাখ টাকা  (১০ লাখ সৌদি রিয়াল) ও স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাওয়া হাজিদের পরিবারকে পাঁচ লাখ রিয়াল (বাংলাদেশি এক কোটি ৪ লাখ টাকা) দেয়ার ঘোষণা দেয় সৌদি সরকার।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here