মুজাহিদুল ইসলাম সোহেল।

নোয়াখালী : মায়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ, রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান, তাদের পূণবাসন ও মায়ানমারে সামরিক জান্তার বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে নূর কম্পিউটার ক্যাডেট স্কুল।

রোববার সকালে জেলার বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের মাইজদী-চৌরাস্তা সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন কর্মসূচীতে নূর কম্পিউটার ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো.গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন নোয়াখালী জেলা শাখার সভাপতি কাজী মোহাম্মদ রফিক উল্যাহ, দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার প্রকাশক-সম্পাদক আমিরুল ইসলাম হারুন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রাজ্জাক, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট হাজরা পারভীন, সাংবাদিক ইয়াকুব নবী ইমন, গোলাম মহি উদ্দিন নসু প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে শিক্ষার্থী, অভিবাবক, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করে মায়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ, রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান, তাদের পূণবাসন ও মায়ানমারে সামরিক জান্তার বিচারের দাবি জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here