1503238চোটের কারণে অপারেশন টেবিলে তাকে যেতে হয়েছে ৭বার। ফাস্ট বোলারদের ক্ষেত্রে এতবার অপারেশনের পরও দেশের জন্য খেলার ইতিহাস বিশ্বে বিরল। কিন্তু টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ব্যতিক্রম। ভারতের তারকা ক্রিকেটার আজহারউদ্দিন ও ধোনির জীবনী নিয়ে ছবি তৈরি পর এবার মাশরাফির জীবনী নিয়ে ছবি নির্মাণের দাবি উঠেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে। যেখানে ক্রিকেট–‌পাগল মাশরাফি সাতবার অস্ত্রোপচারের পরও দেশের জন্য কীভাবে নিজেকে উজাড় করে দিয়ে মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করেন, সেই চিত্র তুলে ধরার আহ্বান মাশরাফির বাংলাদেশি ভক্তদের। খবর আজকালের।

সামাজিক যোগাযোগের মাধ্যমে মাশরাফির বিভিন্ন ভক্তের মন্তব্যগুলোও প্রকাশ করেছে পত্রিকাটি। এখানে মাশরাফি ভক্তদের দাবির কথা ছিল এ রকম, ‘‌ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে যদি সিনেমা নির্মাণ করা হয়, তাহলে মাশরাফিকে নিয়ে কেন সিনেমা বানানো হবে না। ধোনির বায়োপিককেও হার মানাবে মাশরাফির বায়োপিক।’‌ ‘‌ক্রিকেট–‌পাগল জাতি আমরা। ক্রিকেট নিয়ে বলাটা কি ‘‌অফ টপিক’‌ হবে। অন টপিকই হওয়ার কথা। দেশে দেশে বায়োপিক সিনেমা তো হচ্ছেই। আমাদের কেন হবে না।’

‘‌মাশরাফিকে নিয়ে একটি সিনেমা বানানো জাতীয় দাবি হওয়া উচিত। মাহেন্দ্র সি ধোনির থেকেও টাচিং স্টোরি হবে। এমন লিজেন্ড দেখা যায় না। অবিশ্বাস্য।’‌ ‘‌আমাদের দেশে হবে সেই পরিচালক কবে। সুন্দরবনের বাঘকে নিয়ে সিনেমা না বানিয়ে মাশরাফির মতো বাঘকে নিয়ে বানাবে।’‌ ‘‌বাজি ধরে বলতে পারি, যদি মাশরাফিকে নিয়ে কোন সিনেমা করা হয়, তবে সেটা হবে বাংলাদেশের সবচেয়ে ব্যবসা–‌সফল সিনেমা।’‌

এমন আরও অনেকে দাবি তুলেছেন মাশরাফিকে নিয়ে একটা সিনেমা বানানোর। শোনা যাচ্ছে, বাংলাদেশের সিনেমা পরিচালকরা নাকি এ ব্যাপারে চিন্তা‌ভাবনা শুরু করে দিয়েছেন। তবে মাশরাফিকে নিয়ে ভবিষ্যতে সিনেমা হবে কিনা সেটা সময়ই বলে দেবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here