স্টাফ রিোপর্টার: মালয়েশিয়ার সব খাতেই এখন থেকে বাংলাদেশী শ্রমিকরা কাজ করতে পারবে বলে দুদেশের মধ্যে ঢাকায় মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা সফররত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী রিচার্ড রায়ত আনক জায়েম এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, সরকারি পর্যায়ের চুক্তির আওতায় এতদিন বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়ায় শুধু বনায়ন খাতে কাজ করতে পারতো। কিন্তু এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ার সব খাতেই তারা কাজ করতে পারবে।

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই শ্রমবাজারে ২০০৯ সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ হয়ে যায়।

এরপর চার বছর বন্ধ থাকার পর ২০১২ সালে দুই দেশের সরকার শুধু সরকারিভাবে মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর বিষয়ে একটি সমঝোতায় আসে ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here