প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার মালদ্বীপের আদ্দু সিটিতে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকা স’াপন উদ্বোধন করেন। এসময় উপসি’ত ছিলেন আদ্দুর সিটি মেয়র আবদুল্লাহ সাদিগ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিসৌধের ছোট আকারের প্রতিকৃতি এখন দীর্ঘ পথ পেরিয়ে ভারত মহাসাগরে রৌদ্রকরোজ্জ্বল মালদ্বীপের আদ্দুই নগরীতে শোভা পাচ্ছে।
ওই নগরীতে শুক্রবার ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন সমাপ্ত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল স্মৃতি বহনকারী জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকা সমুদ্রপথে মালদ্বীপের রাজধানী মালে থেকে ৬০০ কিলোমিটার দূরে দেশটির দ্বিতীয় দ্বীপ নগরী আদ্দু হিথাদো সম্মেলনে নিয়ে আসা হয়েছে। ইস্পাতের তৈরি ওই রেপ্লিকার দৈর্ঘ্য ৯ ফুট, প্রস’ ৪ ফুট এবং ওজন ১১৯ কিলোগ্রাম।
দ্বীপটিতে ৭ দিন কাজ করার পর ঢাকায় ফিরে যাওয়া শিল্পী হামিদুজ্জামান খান বলেন, এ রেপ্লিকা মালদ্বীপে বসবাসরত কয়েক হাজার বাংলাদেশি শ্রমিকের মানসিকতায় গতি সঞ্চার করবে। একশভাগ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত সৌদি আরব ও সোমালিয়ার পর তৃতীয় মুসলিম দেশ মালদ্বীপ ও বাংলাদেশের জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।

আ হ ম ফয়সল

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here