মাদারীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও শীত বস্ত্র বিতরণমোনাসিফ ফরাজী সজীব, মাদারীপুর প্রতিনিধি :: মাদারীপুরের বেসরকারী সংগঠন ”শিক্ষাই অনির্বাণ শিখার” পক্ষ থেকে আজ শুক্রবার সকালে ৪ শতাধিক গরীব, মেধাবী, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও শীত বস্ত্র বিতরণ করা হয়।

শিক্ষাই অনির্বাণ শিখার সভাপতি মিজানুর রহমান ফরাজীর সভাপতিত্বে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদি বাজার চাতাল চত্ত্বরে আয়োজিত শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মাস্টার আঃ বারেক আকন, হাউসদি বাজার কমিটির সভাপতি আঃ আলীম ফরাজী, সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসেন খান, শ্রমিক নেতা মোঃ ফাইজুল কবির, যুবলীগ নেতা মোঃ রাকিবুল ইসলাম চুন্নু, আওয়ামীলীগ নেতা মোঃ মশিউর রহমান মুন্না, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালাম।

শিক্ষা উপকরণ ও শীত বস্ত্র পেয়ে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এস বিকে আদেলউদ্দিন হাওলাদার স্কুল ্এ্যান্ড কলেজের জেএসসি পরীক্ষার্থী প্রতিবন্ধী জাকারিয়া হাওলাদার খুব খুশী।সে জানায়,একই পরিবারের তারা তিন ভাই বোন ও বাবা প্রতিবন্ধী হওয়ায় বাবার পক্ষে তাদের লেখা পড়ার খরচ চালানো খুবই কষ্ট হয়ে পড়েছিল।

এ সময় শিক্ষাই অনির্বাণ শিখা নামের সংগঠনটি তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় তারা খুবই উপকৃত হয়েছে।মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফারজানা আক্তার জানায়,শিক্ষাই অনির্বাণ শিখা প্রতি মাসে তাদেরকে শিক্ষা উপকরণ, বিনা মূল্যে স্বাস্থ্য সেবা ও পোষাক পরিচ্ছদ দেওয়ায় অসহায় পরিবারের পক্ষ্যে তাদের খুবই উপকার হচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here