অনলাইন ডেস্ক।

স্বাস্থ্যজ্বল, ঝলমলে সিল্কি চুল সব নারীর কাম্য। বাজার ঘুরলে অনেক শ্যাম্পু, তেল পাবেন যা আপনার চুলকে ঝলমলে সিল্কি আর্কষণীয় করে তুলবে। বিউটি এক্সপার্টদের মতে রাসায়নিক পণ্য ব্যবহারের চেয়ে ঘরোয়া উপায়ে চুল সিল্কি করা নিরাপদ এবং কার্যকরী।

3যা যা লাগবে:

এক কাপ অলিভ অয়েল
আধা কাপ মধু
একটি ডিম

যেভাবে তৈরি করবেন:

১। মধু এবং ডিম ভাল করে ফেটে মিশিয়ে নিন।
২। তারপর এর সাথে অলিভ অয়েল মেশান।
৩। সম্পূর্ণ মিশ্রণটি অল্প আঁচে ৩ মিনিট জ্বাল দিন।
৪। ঠান্ডা হলে এটি মাথায় ব্যবহার করুন।

কখন ব্যবহার করবেন:

এই প্যাকটি ব্যবহারের পূর্বে চুল ভাল করে ধুয়ে নিন। চুল অল্প ভেজা থাকা অবস্থায় প্যাকটি চুলে ম্যাসাজ করে লাগান। সম্পূর্ণ চুলে ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা কোন শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিন। এই প্যাকটি মাসে তিনবার ব্যবহার করুন।

যেভাবে কাজ করে:

অলিভ অয়েল নতুন চুল জন্মাতে সাহায্য করে। মধু চুল শাইনি, সিল্কি করে চুলের গোঁড়া মজবুত করে তোলে। এই দুটি উপাদানের সাথে ডিম মিশে চুলের অন্যান্য সমস্যা যেমন খুশকি, ইনফেকশন, চুলপড়া রোধ করে।

টিপস:

১) এই প্যাকটি চুলে লাগানোর পর কুসুম গরম পানিতে ভেজানো তোয়ালে দিয়ে মাথাটি ঢেকে রাখুন। এতে প্যাকটি চুলের ভেতর ভালভাবে প্রবেশ করবে।
২) অতিরিক্ত হেয়ার স্টাইলার ব্যবহার থেকে বিরত থাকুন।
৩) চুলকে সূর্যের আলো থেকে দূরে রাখুন।
৪) অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here