ডেস্ক নিউজ:
সরকার ও বিরোধী দলের মধ্যে ‘কাঙ্খিত’ সংলাপ বিষয়ে প্রধান দুই দলের সাধারণ সম্পাদক-মহাসচিব পর্যায়ে আর আলোচনার দরকার নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
ওবায়দুল কাদের বলনে, “সংলাপের বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে (দুই নেত্রী) চলে গেছে। এর নিচে নামার সুযোগ নেই। আর এখন আর মহাসচিব পর্যায়ে সংলাপের প্রয়োজন পড়ে না, দরকারও নেই। ফয়সালা সর্বোচ্চ পর্যায়েই হওয়া উচিত। জনগণও সেটা চায়।”
সংলাপের জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে টেলিফোনে প্রধানমন্ত্রীর দেওয়া আমন্ত্রণ বহাল রয়েছে জানিয়ে তিনি বলেন, “সে আমন্ত্রণ প্রত্যাহার করা হয়নি। এখন বিএনপিকেই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।”
ফোন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে ‘না পাওয়ার’ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “এ বিষয়ে সৈয়দ আশরাফের সঙ্গে আমার কথা হয়েছে। সৈয়দ আশরাফ এ ধরনের ফোন পাওয়ার কথা স্বীকার করেননি। তিনি বলেছেন, এমন ধরনের কোন ফোন তিনি পাননি।”
প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেওয়ার পর যোগাযোগ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের যোগাযোগমন্ত্রী হিসেবে গত ২২ মাসের দায়িত্ব পালনকালে সাফল্য-ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here