ঢাকা: দশম সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামী মঙ্গলবার। বিকেল ৫টায় এই অধিবেশন বসবে। গুরুত্বপূর্ণ এই অধিবেশনকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়।

এই অধিবেশনকে সামনে রেখে সংসদ সচিবালয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে গুরুত্বপূর্ণ এই অধিবেশনে আলোচনার কৌশল কি হবে তা নিয়ে বিরোধী দলের কোন সিদ্ধান্ত নেই। গত সংসদে বিরোধী দল বিএনপির পক্ষ থেকে ছায়া বাজেট দেওয়া হতো। এবার বিরোধী দল জাতীয় পার্টির পক্ষ থেকে তেমন কোন পরিকল্পনা নেই। বাজেট নিয়ে এনজিও, ব্যবসায়ী, অর্থনীতিবিদরা কিছু সুপারিশ তুলে ধরলেও বিরোধী দল একেবারেই নিরব ভূমিকা পালন করছে।

এদিকে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের ভূমিকা কি হবে তা নিয়ে আজ আওয়ামী লীগে সংসদীয় দলের সভায় আলোচনা হবে। আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সভায় সভাপতিত্ব করবেন। চিফ হুইপ আ স ম ফিরোজ ওই সভায় সকল সংসদ-সদস্যকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে বাজেট অধিবেশনে উত্থাপনের জন্য এ পর্যন্ত একটি মাত্র বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে। ‘দি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৪’ নামের এই বিলটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে জমা দেওয়া হয়েছে। এছাড়া সংসদে পাসের অপেক্ষায় আছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল-২০১৪, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) বিল-২০১৪, পল্লী সঞ্চয় ব্যাংক বিল-২০১৪ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল-২০১৪। এছাড়া সংসদে উত্থাপনের জন্য বেশ কিছু নোটিশ ও লিখিত প্রশ্ন জমা পড়েছে বলে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here