ঢাকা: বিরোধী দলের দাবি উপেক্ষা করে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ১৮ দল।

সোমবার রাত পৌনে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর রাত ৮টার দিকে নিজ কার্যালয়ে ১৮ দলের নেতাদের নিয়ে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ে মির্জা ফখরুল নির্বাচনের তফসিল ঘোষণা প্রত্যাখ্যান করে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষণায় তিনি বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি উপেক্ষা করে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা প্রত্যাখ্যান করে ১৮ দল। আর এর প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here