ভোলায় ফের প্রাকৃতিক গ্যাসের সন্ধানএম শরীফ আহমেদ, ভোলা থেকেঃ ভোলার চরফ্যাসনে নতুন করে পাওয়া গেছে প্রাকৃতিক গ্যাসের সন্ধান। উপজেলার নীলকমল ইউনিয়নের মৌলভী বাজারের পাশে কাইচ্চাওয়ালা নামক বাড়িতে গতকাল মঙ্গলবার টিউবওয়েল বসাতে গিয়ে শ্রমিকরা এই গ্যাসের সন্ধান পান।

শফিক নামের এক শ্রমিক বলেন, প্রায় চারশ ফুট নিচে পাইপ যাবার পরেই গ্যাসের শব্দ লক্ষ্য করি আমরা। এরপর দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন দিতেই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে।

সরেজমিনে, ঐ বাড়িতে গিয়ে দেখা গেল বাড়ির লোকজন পাইপের মাথার চারপাশে মাটি ও ইট দিয়ে চুলা তৈরি করে রান্না করছেন।
এ ব্যাপারে নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন লিখনের কাছে জানতে চাইলে, তিনি বলেন গ্যাস উঠার কথা শুনেছি তাছাড়া আমাদের ভোলায় প্রচুর প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে। তবে কি পরিমাণ গ্যাস এই কূপে আছে তা এখনও স্পষ্ট নই।

ভোলায় শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের পর মনিরাম বাজার সংলগ্ন মুন্সিরহাটের কাছে আর একটি কূপের খনন কাজ চলমান।বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ অনেক বছর ভূ-গর্ভে চাপা পরেও প্রাকৃতিক গ্যাসের সৃষ্টি হয় তেমনটাও ঘটতে পারে বলে সচেতন মহলের ধারনা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here