খোরশেদ আলম বাবুল।

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদী থেকে নৌকা ও জাল সহ ১৬ জন জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচারনা করে জেল-জরিমান দেয়া হয়েছে।

রোববার ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অফিসার সোহেল মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে কাঁচিকাটার পদ্মা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

এ সময় অভয় আশ্রমে মাছ ধরার অপরাধে ৭ হাজার মিটার জাল, ৪ টি ইঞ্জিন চালিত নৌকা ও ৬০ কেজি জাটকা জব্দসহ ১৬ জেলেকে আটক করা হয়।

ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর কুমার রায় ভ্রম্যমান আদালত বসিয়ে ৮ জেলেকে  ৫ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা ও অপর ৮ জেলেকে ২৫ দিন করে জেল দেন।

ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অফিসার সোহেল মোঃ জিলস্নুর রহমান রিগ্যান বলেন মার্চ থেকে এপ্রিল পর্যনত্ম অভয় আশ্রমে জাল ফেলা নিষেধ। সভা সেমিনার করে জেলেদের শতর্ক করার পরও নদীতে মাছ ধরে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঁচিকাটার পদ্মা নদী থেকে ৪টি ইঞ্জিন চালিত নৌকা, ৭ হাজার মিটার জাল, ৬০ কেজি জাটকা জব্দ ও ১৬ জেলেকে আটক করি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here