উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার ভূপেন হাজারিকার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।

কিংবদন্তী এই শিল্পী, সুরকার ও চলচ্চিত্র পরিচালকের মৃত্যুতে শনিবার পৃথক শোক বার্তায় তারা ভূপেনের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী তার শোক বাণীতে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভূপেন হাজারিকার গান জনগণের মাঝে যে অনুপ্রেরণা জুগিয়ে ছিল তা বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।

তিনি বলেন, ভূপেন হাজারিকার গণসংগীত বিভিন্ন সময়ে অসহায় মানুষের মনে উদ্দীপনা জাগিয়েছে এবং জাগাবে।

শোক বাণীতে তিনি ভূপেন হাজারিকার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

অপর এক শোক বার্তায় বিরোধদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেন, ভূপেন হাজারিকার অবিনাশী গান জাতিগত সংঘাত, অন্যায়-অবিচার ও শোষণের বিরুদ্ধে নিপীড়িত মানুষকে চিরদিন উদ্দীপনা যোগাবে।

তিনি বলেন, বিভিন্ন ভাষায় গান গেয়ে তিনি এ অঞ্চলের মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন। তাঁর পরলোকগমনে এই উপমহাদেশের যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণীয় নয়।

একই সঙ্গে প্রয়াত শিল্পীর শোক সন্তপ্ত পরিবারের সদস্যসহ গুণগ্রাহীদের প্রতিও খালেদা জিয়া গভীর সমবেদনা জানান।

শনিবার বিকেলে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভূপেন হাজরিকা (৮৬) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ধরে তিনি শ্বাসকষ্ট ও কিডনি রোগে ভুগছিলেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here