ভারত-পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনায় ভারত আক্রান্ত হলে বাংলাদেশ পাশে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

18-1মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, পাকিস্তান যদি ভারতে আক্রমণ চালায়, তাহলে বাংলাদেশ ভারতের পাশে থাকবে। কারণ ভারত সফরের সময় আমি এ আশ্বাসই দিয়েছে।

সীমান্তে হত্যা বিষয়ে মন্ত্রী বলেন, সীমান্তে বিএসএফ কতৃক বাংলাদেশী হত্যা কমিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে, যেন তারা কোন অবস্থাতেই কারো উপর গুলিবর্ষণ না করে।

এসময় অনুষ্ঠানে বিএসআরএফের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বিএসআরএফের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here