ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিষাক্ত মদ পান করে এপর্যন্ত অন্তত ১২৬ জনের মৃত্যু হয়েছে৻

পুলিশ মনে করছে, কোনও একটি দেশী মদের কারখানা থেকেই ওই বিষাক্ত পানীয় বিক্রি করা হয়েছিল৻

জেলা প্রশাসক নারায়ণ স্বরূপ নিগম বলেন, মিথাইল এলকোহল মেশানো মদ পানজনিত বিষক্রিয়ায় এদের মৃত্যু হয়েছে৻ তিনি আরো বলেন, এ পযন্ত চারজন লোককে গ্রেফতার করা হয়েছে৻

বিষাক্ত ওই মদ পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় একশো জন৻ গুরুতর অসুস্থদের কলকাতার সরকারী হাসপাতালগুলিতে আনা হয়েছে৻

দক্ষিণ চব্বিশ পরগনার সংগ্রামপুর, মন্দিরবাজার, উস্তি ও মগরাহাট এলাকায় বহু মানুষ কাল রাতে ওই বিষাক্ত মদ পান করেন৻ এর পর আজ সকাল থেকেই হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হতে থাকেন তাঁরা৻

রাজ্য সরকার ওই এলাকায়য় একটি চিকিৎসক দল পাঠিয়েছে৻ ডায়মন্ড হারবার হাসপাতালে অসুস্থ আশি জন লোক ভর্তি রয়েছেন৻ বাকি অনেককে কলকাতায় নিয়ে আসা হয়েছে৻

মৃত আর অসুস্থদের পরিবারগুলি বলছে যে গোচরণ এলাকার কোন একটি দেশী মদের কারখানা থেকে ওই বিষাক্ত মদ এসেছিল৻

ক্ষুব্ধ লোকজন কয়েকটি দেশী মদের দোকান ও কারখানা ভাঙচুর করেছেন৻ তাঁরা অভিযোগ করছেন যে প্রশাসনের সামনেই বেআইনীভাবে দেশী মদের কারবার চললেও কোনও ব্যবস্থা নেওয়া হয় না৻

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে এর আগেও বিষাক্ত মদ পান করে বহু মানুষ প্রাণ হারিয়েছেন৻

দুবছর আগে গুজরাতে বিষাক্ত মদ পান বরে একসঙ্গে ১০৭ জন প্রাণ হারিয়েছিলেন, উত্তর প্রদেশেও আরেক ঘটনাতে মারা যান তিরিশ জন৻

গুজরাত রাজ্যে মাত্র গত সপ্তাহেই দেশী মদ তৈরী ও বিক্রি বন্ধে একটি অত্যন্ত কঠোর আইন তৈরী হয়েছে৻

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here