ভারতের জাতীয় সঙ্গীত

নিউজ ডেস্ক :: বিশ্বের সরবারে সেরা জাতীয় সংগীতের শিরোপা পেল ভারতের জাতীয় সঙ্গীত জন-গণ-মন।

ইউনেস্কোর কাছ থেকে বৃহস্পতিবার এই শিরোপা পেল রবী ঠাকুরের লেখা গান। জন গণ মন অধিনায়কে মজল গোটা বিশ্ব। দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান জানাল ইউনেস্কো।

ভারতের স্বাধীনতার প্রাক্কালে কোনও জাতীয় সঙ্গীত নির্বাচিত হয়নি। ১৯৪৭ সালে স্বাধীনতার পরেই রাষ্ট্রসংঘে ভারতীয় প্রতিনিধিদলের কাছে এক অনুষ্ঠানে বাজানোর জন্য ভারতের জাতীয় সঙ্গীতের একটি রেকর্ড চাওয়া হয়।

তখনই কেন্দ্রীয় সরকার জনগণমন গানটি বাজানোর পক্ষে মত দেয়। সরকারের অনুমতিতে রাষ্ট্রসংঘের অর্কেস্ট্রা-সহ গানটির একটি গ্রামোফোন রেকর্ড বাজানো হয়। জওহরলাল নেহেরু পরে নিজের বক্তব্যে বলেছিলেন, অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও রাষ্ট্রের প্রতিনিধিরা গানটির ভূয়সী প্রশংসা করেন।

তখনই জনগণমন-কেই ভারতের জাতীয় সঙ্গীত করার পক্ষে বিশেষজ্ঞরা মতপ্রকাশ করেন।

২৪ জানুয়ারি ১৯৫০ সালে এই গানকে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়। শোনা যায়, নেতাজী সুভাষচন্দ্র বসু বলেছিলেন, জন গণ মন গানটি নাকি জার্মানদের মত জাত্যভিমানী জাতির কাছেও বিশেষভাবে প্রশংসা পেয়েছিল।

ভারতের জাতীয় সঙ্গীতটি হচ্ছে:

জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে,
গাহে তব জয়গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে
প্রেমহার হয় গাঁথা।
জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী।
হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি।
দারুণ বিপ্লব-মাঝে তব শঙ্খধ্বনি বাজে
সঙ্কটদুঃখত্রাতা।
জনগণপথপরিচায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

ঘোরতিমিরঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে
জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে।
দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে
স্নেহময়ী তুমি মাতা।
জনগণদুঃখত্রায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে –
গাহে বিহঙ্গম, পূণ্য সমীরণ নবজীবনরস ঢালে।
তব করুণারুণরাগে নিদ্রিত ভারত জাগে
তব চরণে নত মাথা।
জয় জয় জয় হে জয় রাজেশ্বর ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here