কলকাতা : ভারতের আন্দামানে এক নৌকাডুবিতে মৃত্যু হল কমপক্ষে ২১ জন পর্যটকের।

রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ পোর্ট ব্লেয়ারের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

অভিশপ্ত নৌকাটিতে ৪৩ জন পর্যটক ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনার পরই উদ্ধারকার্যে নেমেছে উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা গেছে বলে পুলিশ সূত্রে খবর। বাকীরা এখনও নিখোঁজ।

‘অ্যাকোয়া মেরিন’ নামের ঐ নৌকাটি রস আইল্যান্ড এবং নর্থ বে-এর মধ্যেকার কোন একটি জায়গায় ডুবে যায়। নিকোবর আইল্যান্ডের ডেপুটি কমিশনার পি.জওহর দুর্ঘটনার কথা স্বীকার করে বলেছেন মৃতদের শনাক্ত করা গেছে। দুর্ঘটনা পরবর্তী উদ্ধারকাজ চলছে একইসঙ্গে উদ্ধারকারীদের জিবিপন্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন আন্দামান নিকোবর দীপপুঞ্জের লেফট্যান্ট গর্ভনর এ.কে.সিং। দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু এক লক্ষ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষনা করেছে আন্দামান সরকার।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here